হাটহাজারীতে রাতের আঁধারে দখলে নেওয়া সরকারি জায়গা উদ্ধার করল উপজেলা প্রশাসন

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩২ শতক সরকারি জমি উদ্ধার করা হয়। 

জানা যায়, দুষ্কৃতিকারীরা মূল্যবান জায়গাটি রাতের আঁধারে দোকান নির্মাণ করে তাদের দখলে নেয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে রোববার অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে দখল করা সব স্থাপনা অপসারণ করা হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান বলেন, উদ্ধার করা সম্পত্তির বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। সরকারি জমি অবৈধ দখলকারীর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন, মডেল থানার পুলিশ সদস্য সহ সরকারি কর্মকর্তা বৃন্দ।