হাটহাজারী উপজেলার সরকারহাট ইউনিয়নের মির্জাপুর ২নং ওয়ার্ডে পুকুর ভরাট করে বহুতল ভবন করার দায়ে মো. ইউছুপ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) পুকুর ভরাটের বিষয়ে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।
এসময় পুকুর ভরাট করার সত্যতা পেয়ে ইউছুপকে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন জানান, পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫,(সংশোধিত ২০১০) এর ৬(ঙ) ধারায় ইউছুপ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোনও কাজের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপ সয়েল কর্তন করলে হাটহাজারী উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
অভিযানে সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.