মহান বিজয় দিবসে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় সভাপতি মোঃ আসলাম পারভেজ, সাবেক সভাপতি নির্বাহী সদস্য শ্যামল নাথ, সহ সভাপতি জাহেদ মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ সম্পাদক জাহিদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান, অর্থ সম্পাদক আবুল মনছুর, সাংস্কৃতিক সম্পাদক রিমন মুহুরী, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, প্রচার সম্পাদক মোঃ ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দীন সাইফ, মোঃ মহিউদ্দিন, মোঃ মুরসালিন উপস্থিত ছিলেন

শ্রদ্ধা নিবেদন শেষে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অর্থ-সম্পাদক আবুল মনছুরের সঞ্চালনায় সভাপতি মোঃ আসলাম পারভেজ তাঁর বক্তব্যে বলেন, একাত্তর ও চব্বিশের শহিদদের আত্মত্যাগ একই সূত্রে গাঁথা৷ আমরা যেন কোন বিজয়ের ইতিহাস ভুলে না যায় এবং বিকৃত না করি। কারণ এ বিজয় আমাদের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য গৌরব, যা আমাদের দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের পরিচায়ক। তাই এ বিজয় ও শহিদদের স্মৃতিগুলি লিখনির মাধ্যমে জাতির কাছে পৌঁছিয়ে দিতে সংগঠনের সবাইকে আহ্বান জানান।