চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইনফো বাংলা ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতের পাঠকরা। গত ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় দেরা দুবাই এক রেস্টুরেন্টে পত্রিকাটির বর্ষপূর্তির কেক কাটেন তারা।
ইনফো বাংলা ইউএ'ই প্রতিনিধি জাসেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও আবির বিজনেস অ্যাসোসিয়েনশন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শারজাহ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহাদাত হোসেন, ইউএ'ই বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন খান সুমন, সহ-সভাপতি তরিকুল ইসলাম শামীম, সময় টিভি আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, এস এ টিভি প্রতিনিধি সিরাজুল হক, ডিবিসি আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, এখন টিভি ও সমকাল প্রতিনিধি কামরুল হাসান জনি, চ্যানেল এস আরব আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, বায়ান্ন বাংলা প্রতিনিধি ওবায়দুল হক মানিক, সংবাদ প্রতিদিন দুবাই প্রতিনিধি মো: রিদোয়ান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.