জমকালো আয়োজনে প্রতিবারে মতো এই বারও চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশম (সিআরএ)'র বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সার্বিক সহযোগিতায় সিআরএ কার্যালয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সিআরএ’র সদস্য মোহাম্মদ রবিউল হোসেন ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসাইন'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সিআরএ'র সভাপতি সোহাগ আরেফিন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক প্রকাশক হাসাব আল মামুন, দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার উপদেষ্টা জসীম উদ্দিন, উপদেষ্টা বশির আহমেদ, সাংবাদিক ফারুক আবদুল্লাহ, সাংবাদিক কামাল পারবেজ, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো, নুরুল কবির, সাংবাদিক কামরুন জামান রণি, মেহেদি ডেকর এর সত্ত্বাধিকারী মনির হোসেন, রবিউল হোসেন, এডভোকেট ফোরকান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি শহিদুল ইসলাম, সিআরএ সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের রাজু মো: বেলাল, মো: রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন, প্রচার সম্পাদক এম আর মিলন, আপ্যায়ন সম্পাদক আবুল হাসনাত মিনহাজ, সহ অর্থ সম্পাদক এবাদুল হক, মো: শাকিল,রুমেন চৌধুরী,তাসফিয়া আজিজা তুবা, ইরাফাতুর রহমান, মু. সাফায়েত মোরশেদ, মো: ফয়সাল হাসান, ফজলুল করিম নাহিদ নাসিরু দ্দিন লিটন, সোহেল আমিন, জুনায়েদ হাসান, মুরাদ হাসন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে সিআরএ'র সহ সভাপতি রাজু আহমেদ এর জন্মদিন উদযাপন করা হয়।
দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক হাসান আল মামুনকে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)'র উপদেষ্টা ঘোষণা করেন সিআরএ'র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন।
সিআরএ সভাপতি সোহাগ আরেফিন বলেন, সিআরএ প্রতিবছরে ন্যায় এই বছরও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছে। বছরের একটা দিন সিআরএ পরিবারে সদস্যরা এই মিলনমেলা মিলিত হয়। ভবিষ্যতে এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি। একই সাথে সাংস্কৃতিক সন্ধ্যায় সার্বিক সহযোগিতা করায় দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসন আল মামুন কে ধন্যবাদ জানান।
দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসন আল মামুন জানান, সিআরএ'র সকল কার্যক্রমে আমি আপনাদের সাথে আছি। সিআরএ'র উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীরা কাওয়ালী ও সংগীত পরিবেশন করেন। সিআরএ'র পক্ষে থেকে নৈশভোজের আয়োজনও করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.