পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর
সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন'র ১১ জানুয়ারি কলকাতা সফর উপলক্ষে সিআরএ' সম্পাদকের দায়িত্ব পালন করবেন সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজু। ১০ জানুয়ারি এক বিবৃতিতে এ কথা জানান সংগঠনের সভাপতি আরেফিন সোহাগ।
শনিবার (১১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন - সিআরএ এর সভাপতি আরেফিন সোহাগে'র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন'কে আনুষ্ঠানিক এই সফরে চট্টগ্রাম থেকে বিদায় জানাতে নগরীর দামপাড়া বাস টার্মিনালে হাজির হন সংগঠনের নেতৃবৃন্দরা। এতে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মো রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল, সহ দপ্তর সম্পাদক মো রবিউল হোসেন, প্রচার সম্পাদক রুমেন চৌধুরী, সহ প্রচার সম্পাদক এম. আর. মিলন। এর আগে, গত ১০ জানুয়ারি সিআরএ সভাপতি এ সফর উপলক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজু'র উপর দায়িত্ব অর্পণ করে বিবৃতি দেন। মোঃ আবদুল কাদের রাজু চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ শুরু থেকেই সাংগঠনিক দায়িত্ব যোগ্যতার সাথে পালন করে আসছেন। তিনি চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গুতে ৪ বছর যাবৎ স্টাফ রিপোর্টার হিসাবে সাংবাদিকতায় আছেন। এছাড়াও একাধিক সামাজিক, ব্যবসায়িক সংগঠনের সাথে জড়িত তিনি। সিআরএ সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন কলকাতা প্রেস ক্লাবের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিতে কলকাতা সফরে যাচ্ছেন বলে সাংগঠনিকভাবে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.