
কুমিরা -গুপ্তছড়া উম্মুক্ত নৌ ঘাটে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়,অবৈধ নৌ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায়, অনুমোদিত নৌ পরিবহন চলাচলে বাঁধা প্রদানের বিরুদ্ধে সন্দ্বীপ লইয়ার্স সোসাইটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১২ জানুয়ারি রবিবার বিকেল চার ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জিরো পয়েন্টে সংগঠনের সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আবসার উর রশিদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার,সিনিয়র আইনজীবী এডভোকেট সেকান্দর বাদশা, এডভোকেট আকবর মাহমুদ, এডভোকেট সাইফুর রহমান নাওশাদ,সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, অধ্যক্ষ মুরতাদের আজাদ খান,সন্দ্বীপ উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম মহসীন, কাজী জিয়া উদ্দিন সোহেল, মিলাদ মিয়াজি, কুমিরা ঘাটে হামলা মামলার শিকার এবং মিথ্যা মামলা দায় হতে বেকসুর খালাস পাওয়া নিরীহ যাত্রী তৌহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা দ্বীপবাসীর নিরাপদ যাতায়াতের জন্য উম্মুক্ত নৌ ঘাট এবং বেসরকারি একাধিক প্রতিষ্ঠানকে নৌ পরিবহন চলাচলের অনুমতি প্রদান করা এবং সন্দ্বীপ উপজেলাকে উপকূলীয় নৌ বন্দর ঘোষণা করে ফেরী ঘাট ও সড়কের উন্নয়নে আন্তরিক প্রচেষ্টার জন্য উপদেষ্টা জনাব ফাওজুল কবির খান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৩ সালে কুরবানী ঈদের পূর্ব দিন যাত্রী হয়রানি কালোবাজারিতে টিকেট বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরীহ নয়জন যাত্রীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ও ঘাটে আধিপত্য বিস্তার করতে মিথ্যা মামলা দায়ের করার বিরুদ্ধে বিবৃতি দেন।
দ্বীপবাসীরব একমাত্র যাতায়াত মাধ্যম নৌ পথ -পরিবহনে যাত্রীদের জিম্মি করার ফলে ইতোপূর্বে রাজা কাশেম, আনোয়ার যেভাবে বিতাড়িত হয়েছে একইভাবে স্বৈরাচারের দোসর নয়ন গং বিতারিত হবে বলে হুশিয়ারি দেন।
নিরাপদ নৌ পথের জন্য দ্বীপবাসীর প্রতিটি ন্যা্য্য ও বৈধ দাবী আদায়ে মাঠে এবং আদালত ভূমিকা রাখবেন বলে আইনজীবীরা আশ্বস্ত করেন।দ্বীপবাসীর নৌ পথ পরিবহন নিয়ে অশুভ শক্তির সকল ষড়যন্ত্র আইনগতভাবে মোকাবিলা করবেন বলে আইনজীবীগণ ঘোষণা দেন।