বন্দর নগরীতে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ''র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এতে চট্টগ্রাম ও কলকাতার মধ্যকার সাংবাদিকদের সুসম্পর্কের বজায় রাখার কথা জানান কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাংবাদিকদের সবসময় সুসম্পর্ক রয়েছে। আজকের এই সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা সভার মাধ্যমে আগামীতে চট্টগ্রাম ও কলকাতার মধ্যকার সাংবাদিকদের সুসম্পর্ক আরো বেড়ে গেল। এসময় কলকাতা প্রেসক্লাবের সভাপতি অন্যদের সাথে নিয়ে চট্টগ্রাম সফরের কথাও জানান সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন'কে।
এর আগে, গত ১১ জানুয়ারি কলকাতা সফরে যান সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন। এতে বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোঃ আবদুল কাদের রাজু। কলকাতার সফরে কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন - সিআরএ এর সভাপতি আরেফিন সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের রাজু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা,
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.