নগরীর দক্ষিণ কাট্টলী ১১ নং ওর্য়াড এর একটি রেস্টুরেন্টে অনাড়ম্বর আয়োজনে উদযাপিত হলো সংগঠনটির ১১-বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান।
প্রথমে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান এতে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা জনাব ডাঃ জিতেন চন্দ্রশীল, প্রভাল ভট্টাচার্য, ইকবাল হোসেন, সংগঠন এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ জমির আলম, নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব মোঃ আলমগীর হোসেন, সদস্য সচিব জনাব বাবলু দেবনাথ, কামরুল হোসেন, নুরুল ইসলাম নাহিদ, আক্তার মাসুদ রানা, নয়ন সরকার, আলী আকবর নোমান এবং সাবেক সভাপতি জনাব মোঃ ইদ্রিস আলম প্রমুখ
পরে সকলের উপস্থিতিতে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.