চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন বোনানজা ক্লাব'র সপ্তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বোনানজা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বিভাগীয় ক্রিড়া সংস্থার এডহক কমিটির সদস্য শাহনেওয়াজ রিটন, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ার সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, ১৭, ১৮, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারজানা পারভীন, চট্টগ্রাম সিটি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, দৈনিক মানবজমিন চট্টগ্রাম ব্যুরো প্রধান জালাল রুমি, দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার আরাফাত বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক ও ক্রীড়া সংগঠন বোনানজা ক্লাব বিভিন্ন সময় মানবিক ও উন্নয়ন মূলক কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছে। রক্তদান থেকে শুরু করে ক্ষুধার্তদের জন্য আহারের মত কর্মসূচি বাস্তবায়নে জন্য সংগঠনের সকলকে সাধুবাদ জানিয়ে বক্তারা আরও বলেন , যুবকরা কি করতে পারে তা আমরা ২৪ এর গণঅভ্যুত্থানের সময়ে দেখেছি। যুবকরা যে উদ্যোগ নেয় সেটা সফল হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.