চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির উদ্যোগে ও আসলাম চৌধুরীর আয়োজনে আনন্দ উৎসব, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরীর বাসভবন প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হিসাব বিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর সুলতান আহমেদের সভাপতিত্বে ও মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমি) প্রফেসর মোঃ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মুসলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিস এন্ড একচেঞ্জ কমিশনের কমিশনার মোঃ মহসিন চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাইনুদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম নছরুল কদির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন, হিসাব বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক মুখতার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, আনন্দ উৎসব উদযাপন কমিটির আহবায়ক মোঃ শামসুল হক, সদস্য সচিব প্রফেসর আবু মোঃ রহিম উল্লাহ, মোঃ তফাজ্জল আলী তফু, বিএএ সভাপতি প্রফেসর ড. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সাইদুজ্জামান, হিসাব বিজ্ঞান সমিতির সদস্য আমজাদ হোসেন চৌধুরী প্রমুখ।
আনন্দ উৎসব অনুষ্ঠানে উচ্ছাস প্রকাশ করে বক্তারা বলেন, হিসাব বিজ্ঞান সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে সক্রীয় ভূমিকা পালন করতে হবে। সেই সাথে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমিতির পক্ষ থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ত হওয়া জরুরি বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
তাছাড়া একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠারও সিদ্ধান্ত গৃহিত হয়। পরে অনুষ্ঠানের আয়োজক মোঃ আসলাম চৌধুরী ও তার সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা, একমাত্র কন্যা মেহরীন আনহার উজমার আহবানে মধ্যাহ্নভোজ শেষে সমিতির সকল সদস্য ও স্বপরিবার ডিসি পার্ক পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.