চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভুর অপসারণ দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরের দিকে ওই ইউনিয়নের সর্বস্থরের জণসাধারনের আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছিপাতলী ইউপির বর্তমান চেয়ারম্যান নুরুল আহসান লাভু আওয়ামীলীগ সরকারের একজন সক্রিয় ধুসর। তিনি রাজনীতির আড়ালে একজন ভয়ংকর সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র নিয়ে সাধারণ মানুষদেরকে ভয় ভীতি প্রদর্শন করে আসছে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর মূল কারিগর তিনি। ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তিনি কিছুদিন পূর্বেও পরিষদ ভবনে কেক কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার জন্মদিন পালন করেছেন এবং তিনি একজন অবৈধ মাটি ব্যবসায়ী। ছিপাতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই কুখ্যাত সন্ত্রাসীকে অপসারণের লক্ষ্যে আগেও প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। ভবিষ্যতে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য বক্তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, আজ সমস্ত ছিপাতলী ইউনিয়নবাসীর একটাই দাবী, দ্রুত সময়ের মধ্যে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে এই সরকারের সরকারি প্রশাসক নিয়োগ দেওয়া হোক। চেয়ারম্যান লাভু ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দোসর ব্যারিস্টার আনিসের ডান হাত। অতি দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে অপাসারণ করে ছিপাতলী ইউনিয়নের সর্বসাধারণকে সহায়তার আহবানও জানান বক্তারা।
স্মারকলিপি প্রদানের সময় ছিপাতলি ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক ডাক্তার আবুল খায়ের, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর মোহাম্মদ এনাম হোসেন মোহাম্মদ নূর খালেক, মোহাম্মদ আবছার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নাসির মেম্বার, মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার রেখা, ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আরিফ, যুগ্ন আহবায়ক ইয়াসিন সিকদার, সদস্য সচিব মোহাম্মদ আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সাইমন খায়ের তুষার, ছাত্রদল নেতা মোহাম্মদ তাহের, মোহাম্মদ বাদশা, মো. মাইন উদ্দিন, মো. ওবায়দুল, মোহাম্মদ মাহিন, মোহাম্মদ রাহাত, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ শওকত, কৃষক দল সভাপতি মোহাম্মদ রফিক সওদাগর, খোকন শিকদার, শ্রমিক দলের সভাপতি মো.শহিদু্ল সিকদার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও মোহাম্মদ জয়নাল প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবীতে একটা স্মারকলিপি পেয়েছি এবং সেটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.