সাংবাদিক জাহিদুল করিম কচি সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবর্ধিত

 

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক সাংবাদিক জাহিদুল করিম কচি সীতাকুণ্ডে ফ্যাসিবাদের দোসরমুক্ত প্রেস ক্লাবে সংবর্ধিত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় জাহিদুল করিম কচির হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাবের আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি জহিরুল ইসলাম, সদস্য সচিব ও ইনকিলাবের প্রতিনিধি সুলাইমান মেহেদী হাসান ও অন্যান্যরা।

এর আগে সীতাকুণ্ড প্রেস ক্লাবে শহীদ ওয়াসিম আকরাম হল উদ্বোধন করেন জাহিদুল করিম কচি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বোরহান উদ্দিন।

সাংবাদিক জাহিদুল করিম কচি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাব স্বৈরাচারের দোসরমুক্ত হয়েছে এতে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ দিন এই ক্লাবকে ফ্যাসিস্টের দোসররা কুক্ষিগত করে রাখে। বৈষম্য বিরোধী ছাত্র ও সাংবাদিক জনতা এখানে আহব্বায়ক কমিটি করেছে। আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে আমার মতো ক্ষুদ্র মানুষকে সংবর্ধিত করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব মোঃ সুলাইমান মেহেদী হাসান, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, এম কে মনির, সদস্য হাকিম মোল্লা, সদস্য মোঃ কামরুজ্জামান, সদস্য ইলিয়াস ভূঁইয়া, সদস্য ফারহান সিদ্দিক, সদস্য দেলোয়ার হোসেন ভূঁইয়াসহ প্রমুখ।

সোমবার বেলা সাড়ে এগারোটায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে জাহিদুল করিম কচি আগমন করলে সীতাকুণ্ডের সাংবাদিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে শহীদ ওয়াসিম আকরাম হলে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তিনি পুরো প্রেস ক্লাব পরিদর্শন করে বর্তমান আহ্বায়ক কমিটিকে নানা নির্দেশনা দেন।