হাটহাজারীতে জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে এক দোকানির কারাদণ্ড

নাম মো. তৈয়ব উদ্দিন (৩০)। দীর্ঘদিন ধরে জাল সনদ প্রস্তুত করে আসছে। অবশেষে বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকালে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন এর হাতে ধরা পড়েছে। 

পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া (৩নং ওয়ার্ড) এলাকার তৈয়ব কম্পিউটার নামক দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন জানান, তৈয়ব কম্পিউটার নামক এক দোকানে দীর্ঘদিন ধরে ভুয়া জাল সনদ তৈরি করে সেগুলো বিক্রি করতেন তৈয়ব নামে এক দোকানি। গোপন তথ্যের ভিত্তিতে শায়েস্তা খাঁ পাড়া এলাকার তৈয়ব কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তৈয়ব দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে স্বল্প শিক্ষিত ও নিরীহ মানুষের সরলতার সুযোগে টাকার বিনিময়ে জাল সনদ বিক্রি করতেন বলে নিজের অপরাধ নিজেই স্বীকার করে নেন। পরে তার স্বীকারোক্তি মূলে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এই দিকে বেলা ১১ টায় কর্ণফুলি ব্রিক্স ও সোনালী ব্রিক্সে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন ভ্রামমাণ আদালত পরিচালনা করে কর্ণফুলি ব্রিক্সের চিমনি এক্সকাভেটর দিয়ে ভেঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে পানি দিয়ে চিমনি নিভিয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর অধীন ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।