নতুন স্কুল পোশাক পেয়ে খুশি ওরা

রিপোর্ট শাহাদাত হোসেন:

নতুন বছর, নতুন বই, নতুন ক্লাস। আগের ক্লাসের কেউ আছে, কেউ নেই। বন্ধুদের দলে নতুন অতিথিও এসেছে। পুরোনো স্যাররা নিচ্ছেন ভিন্ন বিষয়ের ক্লাবসবমিলিয়ে অন্যরকম এক আনন্দ, অনুভূতি। কিন্তুু অর্থাভাবে নতুন পোশাকটাই কেনা হয়নি ওদের। তাইতো ওদের মুখে হাসি ফুটাতে নতুন স্কুল।পোশাক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আর গণমান্য ব্যক্তিদের হাত নতুন পোশাক পেয়ে খুশিতে তারা আত্মহারা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা এগারোটায় সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ ইদিলপুর বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের দরিদ্র অথচ মেধাবী ৭৫ জন শিক্ষার্থীকে স্কুল পোশাক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদেরকে আগামী দিনেও পড়াশোনায় উৎসাহ দিতে এমন বৃত্তিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ রফিকুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ডা. নুরুল হুদা শাহাবুদ্দীন, সেক্রেটারি মো: আবদুল কাইয়ূম, সহ-সভাপতি দেলোয়ার হোসাইন ও ছাত্রছাত্রীদের অভিভাবকরা।