মো. শাহাদাত হোসেন, সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী তিথি উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে তিন দিনের তীর্থযাত্রা। এতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ সনাতন ধর্মলম্বীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। মেলাকে ঘিরে সীতাকুণ্ড থানা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। একইসাথে মেলা কমিটিও নিয়েছে নানা উদ্যোগ। মেলায় কলেজ রোড থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত নিয়োজিত থাকবে শতাধিক স্বেচ্ছাসেবক। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে পানি ও শুকনো খাবার বিতরণের মতো মানবিক উদ্যোগ বাস্তবায়ন করবে।
সোমবার(২৪ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড মেলা কমিটির স্থায়ী কার্যালয়ে বেলা এগারোটায় এক সংবাদ সম্মেলনে মাধ্যমে কমিটির সাধারন সম্পাদক মনোজ কুমার নাথ এসব বিষয় গণমাধ্যমকে জানান। এসময় তিনি আগামি তিনদিন ব্যাপি মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
তিনি বলেন, তীর্থযাত্রা ও মেলা উপলক্ষে ইতোমধ্যে প্রশাসন ও মেলা কমিটির সমন্বয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তীর্থযাত্রা ও মেলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা সীতাকুণ্ডে আসছেন। মেলায় প্রতি বছর ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু- সন্ন্যাসী ও দর্শনার্থীদের আগমন ঘটে। কয়েকশ’ বছরের প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর লাখ লাখ ভক্তের আগমন ঘটে। এবার সবোচ্চ ২৫ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মেলায় প্রায় ৬শত পুলিশ বাহিনী ও সিভিল পোষাকে গোয়েন্দা সংস্থার লোক কাজ করবে বলে জানান তিনি। এছাড়া প্রায় অর্ধশত সিসি ক্যামেরা মেলা পর্যবেক্ষণ করবে। সবচেয়ে বৃহৎ এ তীর্থভূমি জাতি-ধর্ম নির্বিশেষে মহামানবের মিলন তীর্থে পরিণত হয়। ফলে এই মেলার নিরাপত্তা রক্ষায় প্রশাসনও যথেষ্ট তৎপর থাকে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড মেলা কমিটির উপদেষ্টা, দুলাল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক, মনোজ কুমার নাথ, যুগ্ন সাধারন সম্পাদক, বাবুল বাহাদুর শাস্ত্রী, সাংগঠনিক সম্পাদক, সুজন মল্লিক, অর্থ সম্পাদক পাবন কৃষ্ণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.