চট্টগ্রামে গ্রাম আদালত বিষয়ক চারদিনের প্রশিক্ষণ উদ্বোধন

চট্টগ্রামে গ্রাম আদালত বিষয়ক চার দিনের প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি’র সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এ প্রশিক্ষণ সোমবার (১০মার্চ) বেলা দশটা থেকে নগরীর একটি হোটেলের উদ্বোধন হয়।

এসময় কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপ-পরিচালক মো: নোমান হোসেন। প্রশিক্ষণে চট্টগ্রাম জেলার ৬টি উপজেলার ৬৮ জন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র সিনিয়র ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এনামুল হক খসরু, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, জেলা ব্যবস্থাপক সাজাদুল আনোয়ার ভূঁইয়া, সৈয়দ মোহন উদ্দিন ও উপজেলা সমন্বয়কারী জানে আলম, মো মাহবুবুর রহমান, জেসমিন আক্তার, আখি বড়ুয়া, মোহছেনা আক্তার, বাবুল আরাফাত, বাদশা আলম প্রমুখ।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন রুপন কান্তি দাশ, জেলা লিগ‍্যাল এইড অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক আতিয়া চৌধুরীসহ চট্টগ্রাম জেলা রিসোর্স টিমের সদস্যরা।

জানা যায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত পরিচালনার দক্ষতা বৃদ্ধি, সঠিকভাবে নথিপত্র প্রস্তুতসহ গ্রাম আদালতের মাধ‍্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর বিচার প্রক্রিয়া নিশ্চিত করাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।