প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
কর্ণফুলিতে যুবলীগ নেতা গ্রেপ্তার, ছাড়াতে বিএনপি নেতার তদবিরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে তারেক হাসান জুয়েল (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলা রয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় তাকে সদরঘাট থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলার আসামি তারেক হাসান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে তা খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে তাকে থানা থেকে ছাড়াতে দক্ষিণ জেলা বিএনপির এক নেতা তদবির করছেন বলে অভিযোগ ওঠেছে। স্থানীয় বিএনপি নেতারাই এমন অভিযোগ করে বলেন, দক্ষিণ জেলার ওই নেতা গ্রেপ্তার যুবলীগ নেতাকে ভাই বলে পরিচয় দিয়ে থানাকে চাপ প্রয়োগ করছেন।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.