সন্দ্বীপস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গাছুয়া কাটগড় ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার দাখিল ২০০২ ব্যাচের সংগঠন "বন্ধন ২০০২" কার্যকরী পরিষদের উদ্যোগে মাদরাসা হল রুমে হাফেজ মোঃ আকবর হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও অনুষ্ঠান সঞ্চালক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের উপস্থাপনায় সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন "বন্ধন ২০০২" সংগঠনের সভাপতি, চট্টগ্রাম বন্দর নিমতলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মুহাম্মদ ওমর ফারুক। মেধা বৃত্তি অনুষ্ঠানে কাটগড় ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় ২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত এবতেদায়ী প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির রোল-০১ এবং এবতেদায়ী পঞ্চম শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত রোল-১, ২, ৩ অর্জনকারী ২২ জন মেধাবী শিক্ষার্থীকে মেধা পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে ফিরোজিয়া দারুল ইয়াতামা ওয়াল মাসাকীন (এতিমখানা), গাছুয়া সন্দ্বীপ অবস্থানরত ২০২৫ সালে কাটগড় মাদরাসায় জেনারেল বিভাগে অধ্যয়নরত ১৪ জন এতিম ছাত্র-ছাত্রী কে পাঞ্জাবি, পায়জামা, কালো বোরকা, হিজাব, স্কার্প, ওড়না, প্রতি শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে ১২ টি করে খাতা, ১২ টি করে কলম, ১ টি করে জ্যামিতি বক্স এবং পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে সবাইকে ঈদ সালামী নগদ অর্থ প্রদান করা হয়। একজন এতিম ছাত্রী শারমিন আকতার (দাখিল পরীক্ষার্থী ২০২৫) কে আত্বনির্ভরশীল হওয়ার জন্য সহায়ক হিসেবে সংগঠনের পক্ষ থেকে ১ টি "সেলাই মেশিন" উপহার প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে গাছুয়াস্থ ফিরোজিয়া দারুল ইয়াতামা ওয়াল মাসাকীন (এতিমখানায়) এতিম শিক্ষার্থীদের পবিত্র মাহে রমজান মাসের খোরাকি ও ভরণপোষণ বাবদ "বন্ধন ২০০২" সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) টাকা এতিমখানার সভাপতি মাস্টার নূরুল হুদাকে হস্তান্তর করা হয়। উপহার প্রদান অনুষ্ঠানে "বন্ধন ২০০২" সংগঠনের পক্ষ থেকে মাদরাসা কর্তৃপক্ষ কে "বন্ধন ২০০২" এর মনোগ্রাম সংযুক্ত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ১ টি স্পিকার টেবিল প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে কাটগড় ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার সাবেক এবতেদায়ী প্রধান মাওলানা আবুল বশার সাহেবকে তাঁহার নতুন ঘর নির্মাণের নিমিত্তে সংগঠনের পক্ষ থেকে নগদ ১,২৫,০০০/ (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা অনুদান প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় ও এতিমখানার তত্বাবধায়ককে বন্ধন ২০০২ এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার অধ্যক্ষ ও সম্পাদক মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ সালেহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা এ কে এম কামাল পাশা, এতিমখানা সভাপতি মাস্টার নুরুল হুদা, অন্যান্যদেও মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা আবুল বশার, সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদ উল্যাহ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ফরিদ উদ্দিন পাটোয়ারী, মাওলানা রবিউল আলম। আরো উপস্থিত ছিলেন কাটগড় ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার সম্মানিত শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকামন্ডলী, মেধা বৃত্তি ও শিক্ষা বৃত্তি প্রাপ্ত ৩৪ জন কোমলমতি শিক্ষার্থী, মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন্ধন ২০০২ সংগঠনের সন্দ্বীপ বিষয়ক আহবায়ক আরিফুল ইসলাম, সংগঠনের সদস্য মো: সামছুদ্দিন জাবেদ, হাফেজ মোঃ আকবর হোসাইন। উপস্থিত ছিলেন মাদরাসার অগ্রজ ও অনুজ ভাইয়েরা ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীবৃন্দ প্রমূখ।
এই সময় বক্তব্যে বলে "বন্ধন ২০০২" সংগঠনের মেধা বৃত্তি, শিক্ষা বৃত্তি ও অনুদান প্রদান কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সংগঠনের সফলতাসহ অধ্যয়নরত মেধা বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা যেন মাদরাসার প্রাক্তন মেধাবী ছাত্রদের সংগঠন "বন্ধন ২০০২" এর কার্যক্রমকে ফলো করে তাদের নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে ও মানবিক কাজে এগিয়ে আসে সেই বিষয়ে গুরুত্বারোপ করেছেন। "বন্ধন ২০০২" সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে সুন্দর আয়োজনের জন্য প্রশংসা করেন এবং সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও উক্ত আয়োজনকে চলমান রাখার আহবান জানান। পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি ও "বন্ধন ২০০২" কার্যকরী পরিষদের সভাপতি মুহাম্মদ ওমর ফারুক প্রোগ্রামের সমাপনী বক্তব্যে বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখা করে নিজের, পরিবারের, প্রতিষ্ঠানের সমাজের, রাষ্ট্রের সার্বিক উন্নয়নে ও মানব কল্যাণে অবদান রাখার পরামর্শসহ শিক্ষার্থীদের নৈতিক গুণাবলি সম্পূর্ণ মানুষ হয়ে দেশ গড়ার ও পরকালীন মুক্তির জন্য কাজ করে যাওয়ার আহবান রেখে অত্র প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদেরকে ব্যাচ ভিত্তিক এবং যার যার অবস্থান থেকে অত্র মাদরাসার শিক্ষার মানোন্নয়নে অবদান রাখার নিমিত্তে এগিয়ে আসার আহবান জানান। সাথে সাথে মাদরাসার সকল প্রাক্তন ভাইদেরকে মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে অবদান রাখার জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়।
পরিশেষে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মেধা বৃত্তি ও শিক্ষা বৃত্তি প্রাপ্ত উপস্থিত শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষক - কর্মচারী, আগত মেহমানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়, বন্ধন ২০০২ সংগঠনের সদস্যবৃন্দসহ উপস্থিত সকল মেহমানকে "বন্ধন ২০০২" কার্যকরী পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সফল ও সুন্দর সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জনাব মাওলানা এ কে এম কামাল পাশা। মুনাজাত শেষে উপস্থিত সকল মেহমানকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সুন্দর ও সফল সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.