গত ১৮ই ফেব্রুয়ারী'২৪ মঙ্গলবার দুপুর ১২টায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রের সেমিনার হলে আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেন ও বেসরকারি উন্নয়ন সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থা আয়োজনে ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা
বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। হেলথ ইন্সপেক্টর প্রিয়তোষ বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি। এছাড়াও উপস্থিত ছিলেন এমটিইপিআই এস.এম. জিহাদ বাবলু, উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপি বৃন্দ সহ স্মাইল ট্রেন চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাফায়াত খান ও শিশুর হাসি সামাজিক সংস্থার জেলা প্রতিনিধি মোঃ আরাফাত এলাহি।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জাফরিন জাহেদ জিতি বলেন- ঠোঁট কাটা ও তালু কাটা একটি জন্মগত সমস্যা। এটি কোন অভিশাপ নয়। কেবলমাত্র অপারেশনের মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। তাই সময় নষ্ট না করে সঠিক বয়সে অপারেশন করানো উচিত। সভায় মূল আলোচনায় ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যার বিনামূল্যে চিকিৎসা বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন মোঃ সাফায়াত খান তিনি বলেন-স্মাইল ট্রেন বাংলাদেশ সহ বিশ্বের ৯০টি দেশে ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করছে। এ ধরনের রোগীদের প্লাস্টিক সার্জারি করা হয়। ।প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে এ ধরনের সমস্যাগ্রস্থ রোগীদের
হাসপাতালে থাকা, অপারেশন ও ঔষধপত্র সহ যাবতীয় সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এটি ব্যয়বহুল বিধায় গরীব রোগীরা এই অপারেশন করাতে পারেন না। ফলে তারা মানবেতর জীবনযাপন করেন। এ ধরনের রোগী থাকলে হট লাইন নাম্বারসমূহে (০১৮২৫-৪৪২৩২২, ০১৮৭৩-০৩৩৯৭০) যোগাযোগের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.