গত ২২শে ফেব্রুয়ারী ২০২৫ইং সকাল ৯.০০ টায় নগরীরর মৌসুমী আবাসিক এলাকার ২নং রোডে মৌসুমী আবাসিক এলাকার উন্নয়ন কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন থেকে তেওয়াত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, মৌসুমী আবাসিক এলাকার উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী মাহফুজ মোহাম্মদ সোহাগ মজুমদার সঞ্চলনায় সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মোঃ আব্দুন নূর এ.এস.পি (অবসরপ্রাপ্ত)। শোক প্রস্তাব পাঠ করবেন মোঃ মুনিবুর রহমান (বাবলু), সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মোহাম্মদ হানিফ, মৌসুমী আবাসিক এলাকার জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তিনি প্রস্তাব রাখেন মসজিদ কমিটি নির্বাচিত হবে আবাসিক এলাকার বাড়ির মালিকদের ভোটে এবং মেয়াদ হতে হবে ০৩ (তিন) বছর, বার্ষিক আয় ব্যয় পেশ করেন অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুক অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন ব্যক্তি আবুল হাশেস খান (জিআরও), মোহাম্মদ হানিফ, নুরুল আলম বাদল।
সভায় কমিটির পক্ষ থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় আবাসিক এলাকায় স্প্রীড ব্রেকার তৈরী, নালা পরিষ্কার ও খনন, লাইটিং স্থাপন, মাদক দ্রব্য নির্মূল, টহলের ব্যবস্থা এবং সি.সি. ক্যামেরা স্থাপনের উদ্দ্যেগ গ্রহন করা হয়। মসজিদ কমিটির গঠনতন্ত্র সংশোধনের জন্য ৭ সদস্য বিশিষ্ট্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয় উপদেষ্টা মোহাম্মদ হানিফ কে। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ ফোরকান উদ্দিন, ইঞ্জিনিয়ার নুরুল হুদা, মঞ্জুরুল আলম, ফয়সাল আহমেদ (সায়মন) প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.