সমাজসেবামূলক সংগঠন এম এ বারী ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ তম বারের মত অসচ্ছল ও দু:স্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আসাদুল বারী প্রকাশ মানিক হাজীর পারিবারিক যাকাতের অর্থে পরিচালিত হয়ে থাকে।
বৃহস্পতিবার (১২মার্চ) নগরের হালিশহরের মৌসুমি আবাসিক এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। এম এ বাড়ী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা আসাদুল বারী প্রকাশ মানিক হাজীর সভাপতিত্বে ও সাংবাদিক এম. মিলাদ উদ্দিন মুন্নার সার্বিক তত্ত্বাবধানে এতে আরও উপস্থিত ছিলেন দান বীর হাজী নুরুল ইসলাম বাহার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কামাল পারভেজ, মোহাম্মদ আবু সাহিদ, অপু ইব্রাহিমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও নানা শ্রেণি পেশার মানুষ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুর করিম কচি বলেন, এম এ বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এখানে যে ইফতার সামগ্রী বিতরণের আনন্দ উৎসব হচ্ছে এই উৎসব আমরা যারা সাংবাদিকতা করি এবং যারা সমাজ সেবায় সবসময় নিয়োজিত থাকি তাদের সবার জন্য এটা একটা প্রেরণা। নি:সন্দেহে এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। তাই আসুন প্রতিবেশী কি দিয়ে ইফতার করছে, সাহরী করছে খোঁজ নিই। বিবেকের দরজা খুলে দিই।
এম এ বাড়ী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা আসাদুল বারী বলেন, আমি প্রবাসে থাকা অবস্থায় আমাদের দেশের যেকোনো দুর্যোগ-দূর্ভোগে পাশে থাকার চেষ্টা করেছি। সবসময় যেন গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি সেজন্য সকলের দোয়া চাই।
উপস্থিত সাংবাদিক কামাল পারভেজ এম এ বাড়ি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আসাদুল বারীকে অভিনন্দন জানিয়ে বলেন, আসাদুল বারী দীর্ঘদিন ধরে এই ফাউন্ডেশন থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করে আসছেন। উনার এই দীর্ঘ পরিকল্পনার জন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আল্লাহ যেন ওনাকে আরও বেশি দেওয়ার তৌফিক দেন।
উল্লেখ্য, ২০০০ সালে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে শুরু হয় এম এ বারী ফাউন্ডেশনের এ কার্যক্রম। সেই ধারাবাহিকতায় ২৫ বছর ধরে চলছে মানবিক এ কার্যক্রম। এবার দ্বীপ উপজেলা সন্দ্বীপে ২০০০ পরিবার ও চট্টগ্রামে ৭০০ পরিবার মাঝে ইফতার উপহার পৌঁছানো হয়।
এছাড়াও এম এ বারী ফাউন্ডেশনের উদ্যোগে এ পর্যন্ত ১১৪ জন গরীব ও অসচ্ছল পরিবারের মেয়ের দায়িত্ব নিয়ে ফাউন্ডেশনের পক্ষ হতে সম্পূর্ন খরচ বহন করে বিয়ের ব্যবস্থা
করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.