গ্রামীন জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রাম আদালত কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. নোমান হোসেন।
বৃহস্পতিবার ( ১৩ মার্চ) দুপুরে নগরীর একটি হোটেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গ্রাম আদালত বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, গ্রামে শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার পাওয়া নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে কার্যকর করে গড়ে তুলতে হবে। আর এজন্য জন্য ইউপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। স্বল্প সময়ে, অল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম।
জানা গেছে, চট্টগ্রামের ১৯১ টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর করতে জেলার ৬টি উপজেলার ৬৮ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলায় মোট ৮টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষ ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের চট্টগ্রাম জেলার ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁঞার সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প বাস্তাবায়ন সহযোগী সংস্থা ইপসা'র ফোকাল নাছিম বানু শ্যামলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, উপজেলা সমন্বয়কারী জানে আলম, আঁখি বড়ুয়া, মোহছেনা মিনা, জেসমিন আক্তার প্রমুখ।
চট্টগ্রাম জেলায় আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স টিমের সদস্য হিসেবে সেশন পরিচালনা করেন ডিস্ট্রিক্ট ট্রেনিং পুলের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম, জেলা লিগ্যাল এইড অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকগণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এই প্রশিক্ষণের মাধ্যমে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত পরিচালনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মামলার নথিপত্র আইন ও বিধি মালা অনুযায়ী প্রস্তুত করা, স্থানীয় পর্যায়ের বিরোধ-বিবাদ দ্রুত ও কার্যকরভাবে নিস্পত্তি নিশ্চিত করার জন্য হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.