নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলার ভাটিয়ারী বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে ধায্য মূল্যের চেয়ে বেশি মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয়, দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার অপরাধে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ২ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো, খাজা গরীবুল্লাহ স্টোর। এটির স্বত্বাধিকারী মোঃ জুবায়ের বিন কাশেম। তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে গাউসিয়া প্রিমিয়াম সুইটসে্র পরিচালক মোঃ নুরুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার ভাটিয়ারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় কয়েকটি অপরাধে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, অতিরিক্ত মুনাফা অর্জনে বাড়তি মূল্য নিলে এবং পণ্যে ভেজাল দিয়ে বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে বিশেষভাবে নজরদারীর পাশাপাশি মজুদদারীর বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগীতায় ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.