সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাতে দশ বছর মেয়াদী ‘গোল্ডেন রেসিডেন্সি’ পেয়েছেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘এক্সপার্ট জার্নালিস্ট’ ক্যাটাগরিতে এই সম্মাননা তাকে প্রদান করা হয়েছে। এই সম্মাননা অর্জনকারী তিনিই প্রথম বাংলাদেশী সাংবাদিক।
আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের খ্যাতিমান পেশাজীবীদের বিশেষ ক্যাটাগরিতে এই সুবিধা প্রদান করে থাকে। গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তরা আমিরাতের নাগরিক না হয়েও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানা সুবিধা পান।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেইসবুক স্ট্যাটাসে সাংবাদিক বিপ্লব নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। গোল্ডেন ভিসার জন্য উপসাগরীয় এ দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেরামত উল্লাহ বিপ্লব।
তিনি বলেন, অভিবাসী কর্মীদের জীবন প্রবাহ এবং জলবায়ু বিষয়ে তার সাংবাদিকতার বিষয়টিকে সংযুক্ত আরব আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিল অনন্য বিবেচনা করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে উন্নত মানবিক সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য তিনি আমিরাত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিপ্লব বলেন, বাংলাদেশ আমার জন্মভূমি, আমার ভালোবাসা, আমার ঠিকানা। সবার আগে তার সম্মান। আমি বাংলাদেশী, এটাই আমার গর্ব।”
প্রসঙ্গত, এর আগে ভারত থেকে অভিনেতা রজনীকান্ত, শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা,বাংলাদেশের অভিনেতা শাকিব খান, ক্রিকেটার আশরাফুল, তামিম ইকবাল আরব আমিরাতের গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন। এছাড়া বিনিয়োগ, ব্যবসাসহ নানা ক্ষেত্রে বহু প্রবাসী ভারতীয় ও বাংলাদেশী গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.