সময়ের নিউজ প্রতিবেদক:
একুশে পত্রিকার প্রয়াত সম্পাদক আজাদ তালুকদারের স্মরণে খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় নগরের একটি রেস্তোরাঁয় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল কবির দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আজাদ তালুকদারের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। বক্তারা তাঁর নির্ভীক সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কথা তুলে ধরেন।
একুশে পত্রিকার সম্পাদক নজরুল কবির দীপু বলেন, আজাদ তালুকদার ছিলেন সৎ, নির্বিক ও সাহসী সাংবাদিক। তার গোটা জিন্দেগি তিনি সত্যের পক্ষে লড়াই করে গেছেন। তরুণ সাংবাদিকদের জন্য তিনি একটি স্কুল খুলেছেন। সেই স্কুলের নামে একুশে পত্রিকা। চারপাশের অনিয়ম, দুর্নীতি ও নানা অপরাধের চিত্র তুলে ধরে একুশে পত্রিকা আজ স-গৌরবে প্রতিষ্ঠিত। টিম একুশেও সততা, দক্ষতা ও ন্যায়পরায়ণতার সাথে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের এই যাত্রা কখনো না থামুক।
অনুষ্ঠানে সাংবাদিক নেতা মহসীন কাজী, একুশে পত্রিকার প্রধান প্রতিবেদক শরীফুল রুকন, স্টাফ রিপোর্টার আবছার রাফি, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবায়েদ ইবনে শাহাদাত, সাংবাদিক আব্দুল আলী, খবরের কাগজের স্টাফ রিপোর্টার এম কে মনির, কালবেলার মোহাম্মদ ফাহাদ সুমনসহ প্রয়াত আজাদ তালুকদারের পরিবারের সদস্যবৃন্দ এবং একুশে পত্রিকার সাবেক ও বর্তমান সাংবাদিকসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শামছুল ইসলাম হাকেমীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত সম্পাদক আজাদ তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এর আগে, বিকেলে একুশে পত্রিকা কার্যালয়ে প্রয়াত সম্পাদকের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.