নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরে ঈদুল ফিতরের প্রধান জামাত চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সামনের মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল ফিতরের নামাজ ও আনুষঙ্গিক কার্যক্রম সংক্রান্ত প্রস্তুতি ও বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঈদুল ফিতরের প্রধান জামাতে ঈমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। এছাড়াও বিকল্প ইমাম হিসেবে থাকবেন মুফতি মুহাম্মদ নুরুন্নবী।
সভায় জানানো হয়, কমিটির আওতাভুক্ত নগরের ৯৪টি আঞ্চলিক ঈদগাঁহগুলোর ঈদুল ফিতরের নামাজের সময়সূচি স্থানীয় কমিটির সিদ্ধান্তানুসারে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম।
সভায় ট্রেজারার সালেহ আহমেদ সুলেমান গত ঈদুল আযহার আয়-ব্যয় হিসাব বিবরণী পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শাহজাদা এনায়েত উল্ল্যাহ খান, অ্যাডভোকেট মাহাবুব উদ্দীন আহম্মদ, সালেহ আহমেদ সুলেমান, আশরাফুজ্জামান আশরাফ, ডা. আকতার হোসেন ভুট্টো, মোহাম্মদ মহিউদ্দিন।
এতে উপস্থিত ছিলেন টি.এম মাহবুব, অ্যাডভোকেট গাজী মো. মেজবাহ উদ্দন, অ্যাডভোকেট ডা. মো. ছমি উদ্দিন, ডা. এসএম রবিউল হোসাইন, মো. ইকবাল হায়দার, কাজী মো. আশেকে এলাহী, ডা. মুহাম্মদ সাইফুদ্দিন, মো. সুমন, ওজাইরুল্লাহ, শাহজাদা মারুফ, মো. জিশান, মো. সাঈদ চৌধুরী, মো. মতাহার, মো. আবরার, মো. তাওহিদুল ইসলাম, মো. উমর ফারুক, মো. তাওসীফ, মৌ. আবদুল মাবুদ চৌধুরী প্রমুখ।
সভায় কমিটির সেক্রেটারি ডা. আবদুল করিম বলেন, কমিটির স্থায়ী অফিস নেই, ইতোপূর্বে ঈদ জামাত কমিটির জায়নামাজ, কার্পেট ইত্যাদি সামগ্রী রাখার জন্য সিজেকেএস এর ভবনে আপাতত অস্থায়ীভাবে একটি কক্ষ রাখলেও স্থায়ীভাবে অফিসিয়ালি কোন বরাদ্দপত্র প্রদান করা হয়নি। ঈদ জামাত কমিটির মালামাল রাখার জন্য সিজেকেএস ভবনের একটি কক্ষ এবং অফিস হিসেবে একটি কক্ষ স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া জরুরি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, অতীতের মত নামাজের সার্বিক ব্যবস্থাপনা চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে করা হবে। ঈদ জামাত কমিটির জন্য অফিসিয়ালি স্থায়ীভাবে সিজেকেএস ভবন ব্যবহারের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.