প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৭:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২২, ৪:১৬ অপরাহ্ণ
কুলাউড়ায় পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) ভোররাতে পৃথিমপাশা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জুয়াড় আসর থেকে হাতেনাতে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। কুলাউড়া থানাসূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে গোপন তথ্য ভিত্তিতে কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান ও এএসআই নিপ্রেশ চন্দ্র দেবসহ সঙ্গীয় একটি দল কুলাউড়া থানাধীন পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের ফখরুল ইসলাম এর বসত বাড়িতে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে রাজনগর এলাকার জুয়াড়ি মুরাদ মীর (২৫), সালাম মিয়া (২৫), শহীদ আলী (৩৫) ও দুলাল মিয়া (৩২), কানাইটিকর এলাকার আপ্তাব আলী (৩৫) ও শাহিন মিয়া ওরফে বলাই (৩৪) এবং মনরাজ এলাকার জায়েদ আহমদ শিবলু (২২) সহ ৭ জুয়াড়িকে আটক করে। পরে পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম নগদ ১০ হাজার ৮শত ৪০ টাকা উদ্ধার করে জব্দ করে। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.