প্রেস বিজ্ঞপ্তি: গত ২৭ জানুয়ারী প্রবাসী রাকিব এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে এসে অভিযোগ করেন তার লাগেজ পাওয়া যাচ্ছেনা। কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এরই ফলশ্রুতিতে আজ দুপুরে যাত্রী রাকিবকে তার লাগেজ সম্পূর্ণ অক্ষত অবস্থায় এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিস থেকে বুঝিয়ে দেয়া হয়। যাত্রী রাকিব তৃপ্তি ও আনন্দের সহিত হাসিমুখে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিস থেকে তার লাগেজ সংগ্রহ করেন। এসময় তারা জানান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সেবা দিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ সবসময় প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.