রেজাউল করিম, পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পেকুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।
পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম বাহদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলাদলের নেতৃবৃন্দ।এছাড়াও শতাধিক নেতাকর্মীর পাশাপাশি নারী নেত্রীদেরও উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এসময় বক্তারা বলেন, জাফর আলম রাতের আঁধারে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে চকরিয়া পেকুয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সে চকরিয়া পেকুয়ায় অনেক বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে, নির্যাতন করেছে। শত শত মিথ্যা গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।
এদিকে কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম বর্তমানে তিন মামলায় মোট সাত দিনের রিমান্ডে রয়েছেন। এসময় বক্তারা বলেন, জাফর আলম রাতের আঁধারে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে চকরিয়া পেকুয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সে চকরিয়া পেকুয়ায় এর আগে আরও চার মামলায় ১৪ দিনের রিমান্ডে ছিলেন তিনি। সব মিলিয়ে সাতটি মামলায় তার রিমান্ডের মেয়াদ দাঁড়িয়েছে ২১ দিন।
পেকুয়া থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানান, সাবেক এমপিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাড়তি সতর্কতা নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.