
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামের শুরা সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি দাবি করেন, সরকারের ইচ্ছানুযায়ী যদি নির্বাচন হয়, তবে তা ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন ঘটাবে, যার পূর্বাভাস ইতোমধ্যেই জনগণ দেখতে পাচ্ছে।
১২ জুলাই বিকেলে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে বর্বরোচিত হত্যাকাণ্ড ও দেশব্যাপী খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। একইসঙ্গে দলটির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়।
সমাবেশে মাহবুবুল হাসান রুমী আরও বলেন, “সংস্কারহীন নির্বাচন মানে স্বৈরাচার প্রতিষ্ঠার আরেক নাম। জনগণ এখনো সেই দুঃসময় ভুলে যায়নি। আমরা আরেকবার এই দেশে ফ্যাসিবাদের উত্থান দেখতে চাই না।” তিনি জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের ৮নং শুলকবহর ওয়ার্ড আমীর তৌহিদ আজাদ। বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য জাহান উদ্দীন, মাওলানা আব্দুর রহিম, আজিজুল হক, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির আহমদ, উসমান গনি বাবলু, ৭নং কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী। বক্তারা সরকারের বর্তমান দমননীতি ও নির্বাচনী কৌশলের সমালোচনা করে অবিলম্বে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান।