চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম বলেছেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে সবার আগে জনগণকে সচেতন হতে হবে এবং পুলিশের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, "সিটিজেন ফোরামের সদস্যরা পুলিশের সঙ্গে জনগণের সংযোগ স্থাপনের সেতুবন্ধন। আপনারাই জানেন, সমাজে কারা দুষ্টচক্রে যুক্ত। আজ যারা সভায় অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, তারা এলাকায় গিয়ে সেই সাহসিকতা দেখান, অপরাধীদের বিরুদ্ধে সরব হন।"
তিনি আরও বলেন, "দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গুটিকয়েক দুষ্টলোককে পুলিশের হাতে তুলে দিন। দুষ্টের দমন ও শিষ্টের লালন সমাজে পরিবর্তন আনবে। তখন পুলিশের দায়িত্ব অনেকটাই কমে যাবে। বর্তমানে পুলিশ কিছু অপরাধীর পেছনে ২৪ ঘণ্টা সময় ব্যয় করছে। আমরা নিজেদের পরিবারের জন্য সময় দিতে পারছি না। তাই আপনারা জনগণের অংশীদার হিসেবে সমাজ গঠনে আমাদের পাশে থাকুন।"
১৩ জুলাই সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের কমিশনার কার্যালয়ের হলরুমে খুলশী থানা সিটিজেন ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন খুলশী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানা সিটিজেন ফোরামের সভাপতি অধ্যাপক কুতুব উদ্দীন বাহার।
ফোরামের নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন শায়েস্তা খান, মাওলানা মফিজুল হক, ইঞ্জিনিয়ার জমির উদ্দীন নাহিদ, ইমরান সিকদার, ইউসুফ জামাল, ওমর ফারুক, আক্তার হোসেন, আজমল হুদা রিংকু প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা সিটিজেন ফোরামের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সামাজিক অপরাধ দমনে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। সমাজে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এবং জনগণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলেও মত দেন বক্তারা।
সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.