সময়ের নিউজ ডেস্ক :
বান্দরবান জেলার রুমা উপজেলার সদরঘাট এলাকার স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। বুধবার ১৬ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর মেডিকেল অফিসার বিএ-১০২০৩৪ মেজর এস. এম. আব্দুস সোবহান, এএমসি এর নেতৃত্বে এ সেবা প্রদান করা হয়।
এ মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে রুমা উপজেলার সদরঘাট এলাকার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ সর্বমোট ১১০ জন সদস্যের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রুমা উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ী এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
উল্লেখ্য, ইতোপূর্বে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানানো হয় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)'র পক্ষ থেকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.