পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার টইটং ইউনিয়নের ঢালারমুখ রমিজ পাড়া দুর্গম পাহাড়ী এলাকার আবুল কালামের বাড়িতে এঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার দিবাগত গভীর রাতে ঢালারমুখ রমিজ পাডায় আবুল কালামের বাড়িতে চোরের দল হানা দেয়। বসত বাড়ির জানালা ভেঙে চোর বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় চোরেরদল স্বর্ণের দুইটি আংটি, সৌর বিদ্যুতের ব্যাটারী, বৈদ্যুতিক ফ্যান,গ্যাসের চুলা, বিদেশি কম্বল, মোবাইল ও দুইটি পানির পাম্প সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী মুন্নী আকতার বলেন, আমি সোনাইয়া কাটা বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকালে এসে দেখতে পায় বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। কাপড় ছোপড় সহ জিনিস পত্র ঘরের মেঝোতে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। বাড়ির বারান্দায় উত্তর অংশে মাটির দেয়াল খুঁড়ে জানালা উপড়ে পেলানো হয়েছে। গত তিন মাসের ব্যবধানে বাড়িতে পাঁচ দফা চুরি সংঘটিত হয়েছে। চুরির উপদ্রব বেড়ে যাওয়ার পরেও কোন ধরনের প্রতিকার পাওয়া যাচ্ছেনা।
টইটং ইউপির গ্রাম পুলিশ শামসুল আলম ও খলিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা দুপুরের দিকে আবুল কালামের বাড়িতে গিয়েছিলাম ঘরটি পাহাড়ি এলাকায়। জানালা ভেঙে ভেতরে ঢুকেছে চোরেরদল।
পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.