সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়া এলাকার এক যুবক নিহত হয়েছেন।
নিহতের নাম সাকিবুর রহমান (২৩)। যিনি এলাকাবাসীর কাছে সাকিব নামে পরিচিত। তিনি মহুরী পাড়ার মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র।
দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের মাহিল শহরে।
সাকিবের বড় ভাই সাঈদুর রহমান জানান, সাকিব গত ৬ জুন সৌদি আরব গিয়েছিল। সেখানে সে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিল। বাংলাদেশ সময় আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় আমাদের এক মামাতো ভাইও আহত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আজই (দুর্ঘটনার দিন) সাকিবের আকামা (রেসিডেন্স পারমিট) ইস্যু করা হয়েছিল।
সাকিবের মৃত্যুর খবর পেয়ে তার নিজ গ্রাম মহুরী পাড়ায় শোকের ছায়া নেমে আসে। পুরো গ্রামে চলছে শোকের মাতম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.