
রেজাউল করিম, পেকুয়া (কক্সবাজার) :
কক্সবাজারের পেকুয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮আগস্ট) বিকেলে শিক্ষার্থীরা বর্ণাঢ়্য সাজে সজ্জিত হয়ে মিছিল সহকারে পেকুয়া সিকদার পাড়া থেকে শুরু হয়ে পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া বাজার হয়ে সদর ইউনিয়ন পরিষদের মাঠে এসে শেষ হয়।
শেষে উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরী সহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, যুগ্ম সম্পাদক এম শাহ নেওয়াজ আজাদ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার বেলালউদ্দিন হায়দার ও জেড এম মুসলেম উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ন নবগঠিত কমিটির আহবায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নূরী উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং পেুকয়া উপজেলা ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য যে, গত ১০ আগস্ট নাঈমুর রহমান হৃদয়কে আহবায়ক ও আবুল কাশেম নুরীকে সদস্য সচিব করে পেকুয়া উপজেলা ছাত্রদলের ২ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোনা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে উপজেলা বি.এন.পি, প্রত্যেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে সৌজন্য সাক্ষাত করে আসছিল। প্রথম বিভিন্ন ইউনিয়নের ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীদের সমন্বয়ে স্বাগত মিছিল করে সাংগঠনিক প্রক্রিয়া শুরু করে।