সরাইলে দেশী মদসহ ৩জন মাদক ব্যবসায়ী আটক

মো.তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে৭০লিটার দেশী চোলাই  মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার(২৮জানুয়ারি)রাত আনুমানিক দশটার  দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন মলাইশ পূর্বপাড়া এলাকায় বসতঘরে অভিযান চালিয়ে টিটন চন্দ্র দাস(৪৫), পিতা- মৃত চিকন্ত চন্দ্র দাস, জয় কৃষ্ণ (৩৫) পিতা-ওয়ারিশ দাস অপরজন প্রতুষ দাস(৩৫),  কে মদসহ গ্রেফতার করা হয়।সে এলাকার মৃত কমল কান্ত দাসের ছেলে।আটককৃতরা সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের পুর্বপাড়া বলে পুলিশ জানিয়েছে।সরাইল থানা সুত্রে জানাযায়,সিনিয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) এএসপি মো.আনিছুর রহমানের দিকনির্দেশনাও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই মো. তারিকুল ইসলাম,এসআই বশির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করে। সরাইল শাহজাদাপুর মলাইশ গ্রামের বসঘর থেকে ওই মদ উদ্ধার ও ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে সরাইল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন জানিয়েছেন।