বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরাসরি আন্দোলনের রাজপথের পর্ব শেষ হয়েছে, আর এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা এবং অধিকার ফিরিয়ে দেওয়ার। তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে জনসমর্থনের ওপর নির্ভর করতে হবে এবং নাগরিকদের মধ্যে বিভেদ কোনোভাবে অনুমোদনযোগ্য নয়। এছাড়া, আগামীর বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেছেন।