ফুলবাড়ীয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি, ঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার ২১ তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত মোকাবিলায় ১৫২৬ টি তালগাছ রোপণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১০ নং কালাদহ ইউনিয়নের কালাদহ চৌরাস্তা থেকে কেশেরগঞ্জ বাজার রাস্তার দুপাশে এ তাল গাছের বীজ রোপন করা হয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান সমন্বয়ককারী ফুলখড়ি উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ইনচার্জ ফুলবাড়িয়া থানা মোঃ রোকনুজ্জামান, ১০ নং কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাস্টার, প্রেসক্লাবের সহসভাপতি মোঃ আবুল কালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ আব্দুল হালিম।বক্তব্য রাখেন স্থানীয় যুবদল নেতা মোঃ আঃ আব্দুল হালিম, ইউনিয়ন জামায়াতে আমীর মোঃ এনামুল হক, উপজেলা ছাত্র শিবির সভাপতি মানিক হাসান প্রমূখ।