কোমলমতি শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতে শিক্ষামূলক কাজের অংশ হিসেবে পেলিশ্যা ইউনিটি ক্লাবের উদ্যোগে বিশেষ কুইজ প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে। ২৭ সেপ্টেম্বর(শনিবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হওয়া এ প্রতিযোগিতার কেন্দ্র ছিলো মগধরা স্কুল এন্ড কলেজ। এ প্রতিযোগিতায় সন্দ্বীপের দুইটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান-- মগধরা স্কুল এন্ড কলেজ ও পূর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বমোট ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এমসিকিউ পদ্ধতিতে মোট ত্রিশ মার্কের এ পরীক্ষায় শুধুমাত্র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা নিয়েই শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক খোঁজখবর নিতে কেন্দ্রে আসেন মগধরা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিমল চন্দ্র দাস, পূর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন, পেলিশ্যা ইউনিটি ক্লাবের সভাপতি হাফেজ মোহাম্মদ শওকত আলী, সেক্রেটারি একরামুল আজিম ও সমাজকর্মী ফসিহুল আলম জিশান।
ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দীন, আব্দুর রহমান ঝুমন, রবিউল আলম রনি, আরাফাত জামান রবিন, আল-আমিন রবিন, সাহিদুল ইসলাম সাহিদ, মোহাঃ ফয়সাল, সাখাওয়াত মিঠু, আল-আমিন সিফাত ও সৌরভসহ আরো অনেকে।
সাংবাদিক ইলিয়াস সুমনের ধারণকৃত এক ভিডিওবার্তায় ক্লাবের সেক্রেটারি একরামুল আজিম আগামীতেও এ ধরনের সৃজনশীল কাজের ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। পুরো আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিদুল হাসান। তিনি জানান, সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের প্রতি 'কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি'র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। সেইসাথে তিনি আরো জানান, অতি শীঘ্রই ক্লাবের অফিসিয়াল আইডি থেকে কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে এবং স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদেরকে কাঙ্খিত পুরষ্কারও প্রদান করা হবে।