চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেছেন, একমাত্র সুশিক্ষাই পারে জাতিকে সব ধরণের সমস্যা থেকে মুক্তি দিতে৷ বেকারত্ব থেকে দারিদ্র্যতা, দারিদ্র্যতা থেকে হতাশা৷ আর এভাবেই ধীরে ধীরে তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ে। এরপর অন্যান্য অপরাধে পা বাড়ায়৷ এজন্য ক্যারিয়ার বিল্ডআপে মা-বাবাকে বড় ভূমিকা রাখতে হয়৷ অন্তত বুঝ জ্ঞান না আসা পর্যন্ত চোখে চোখ রেখে সন্তানকে দেখতে হয়৷ এখানে অবহেলা মানেই সারাজীবনের দু:খ ডেকে আনা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের মাহমুদাবাদ তাহেরিয়া সুন্নিয়া মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল, গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান, অভিভাবক সমাবেশ ও কার্যকরি কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা, মানসিক বিকাশে কো-কারিকুলার এক্টিভিটিজ দরকার৷ অন্যথায় সন্তানরা একঘেঁয়ে পরিবেশে বেড়ে ওঠে৷ এটি ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলে৷ তাই সন্তানকে সময় দিন সময় নিয়ে৷
এতে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম গণপূর্ত বিভগ -২ এর নিবার্হী প্রকৌশলী জহির রায়হান। এতে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ আলি সিদ্দিকী, গাউসিয়া কমিটি সীতাকুণ্ডের সাধারণ সম্পাদক মো: মঙ্জুর এলাহিসহ শিক্ষক-অভিভাবকগণ।