পেকুয়ায় ১৯৯ জন উপকারভোগীর মাঝে ভিজিডি’র চাল বিতরণ

নাজিম উদ্দিন, পেকুয়া

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ১৯৯ জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে ভিজিডি (বিশেষ ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মগনামা ইউপির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নুর পেয়ারা বেগম।

জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মগনামা ইউনিয়নের ১৯৯ জন কার্ডধারী উপকারভোগীর জন্য তিন মাসের বরাদ্দ হিসেবে প্রত্যেককে ৯০ কেজি করে চাল দেওয়া হয়।

চাল পাওয়া উপকারভোগী হাছিনা বেগম বলেন, গত তিন মাসের চাল একসাথে পেয়েছি। মোট ৯০ কেজি চাল দেওয়া হয়েছে। এতে অনেক উপকার হয়েছে।

মগনামা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, সরকারের বরাদ্দকৃত বিশেষ খাদ্যশস্য আজ বিতরণ করা হয়েছে। এসিল্যান্ড স্যার নিজে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।