আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মির্জাপুর মাতৃ সংঘের উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টারি মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১লা অক্টোবর) রাতে শ্রী শ্রী বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু চন্দন মহাজনের সভাপতিত্বে মির্জাপুর মাতৃ সংঘ পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু সনজয় দাশ লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল।
প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হাটহাজারী উপজেলার আহবায়ক বাবু উত্তম কুমার দাশ।
এসময় বক্তারা বলেন, বিএনপি সংখ্যালঘু বলতে কিছু বিশ্বাস করে না। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী, এদেশ সবার। নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সবাই যার যার ধর্মীয় উৎসব পালন করবে। আপনাদের প্রত্যক্ষ ভোটে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে আপনাদের অপূরণীয় দাবিসমূহ পূরণ করা হবে। এসময় তারা আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো: রিজুয়ান শফি, মির্জাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. হানিফ ইকবাল, সদস্য সচিব মো. রমিজ উদ্দিন চৌধুরী, মির্জাপুর ২নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মনা, কৃষকদল নেতা জানে আলম প্রমুখ।পরে মির্জাপুরে আরো কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।