আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে চার যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭অক্টোবর) বিকালে উপজেলার বড়দিঘীর পাড়, লালিয়ারহাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নাম্বার গেইট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এ বিষয়ে জানান, উল্লেখিত স্থানে কয়েকজন যুবক মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী চারজনকে চারটি মামলায় তাদের প্রত্যেককে ৪০০ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
হাটহাজারীর সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।