মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নজরুল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “উন্মুক্ত কুরআন (অর্থসহ) বিতরণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিটি নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে স্থানীয় বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজন করা হয়।
বুধবার (২২ অক্টোবর ২০২৫)দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা সভাপতি সা'দ কবির, শাখা সেক্রেটারি আবদুল্লাহ রিমন, এইচআরডি সেক্রেটারি, সাহিত্য সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় শাখা সভাপতি সা'দ কবির ভরদুপুরের তীব্র গরম আবহাওয়ায় কর্মসূচি পালনের জন্য দুঃখ প্রকাশ করে বলেন,“বিগত ১৭ বছর আমরা প্রকাশ্যে কাজ করতে পারিনি। আজকের এ আয়োজন আমাদের নিয়মিত কর্মসূচিরই অংশ। বর্তমানে সমাজে যে ভয়াবহ অবক্ষয় চলছে, পুত্র কর্তৃক পিতা খুন, ছাত্র কর্তৃক শিক্ষক খুন এর মূল কারণই কুরআন থেকে সরে আসা। পৃথিবীর আর কোনো দর্শন (philosophy) মানুষের প্রকৃত মানোন্নয়ন করতে পারে না। তাই সবাই যেন কুরআন পাঠে উৎসাহী হয়, সেটাই আমাদের উদ্দেশ্য।”
পবিত্র কুরআন হাতে পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আরিফ বলেন, “এটা অত্যন্ত গোছানো ও উৎকৃষ্ট মানের একটি কর্মসূচি। এই ধরনের উদ্যোগ নিয়মিত হওয়া উচিত।এতে আমরা সবাই উপকৃত হবো। কুরআন গোটা মানবজাতির জন্যই অবতীর্ণ। তাই সবারই কুরআন পড়া ও বুঝা উচিত।”
উক্ত কর্মসূচিটির পুরো আয়োজনজুড়ে ছিল শান্তির বার্তা ও ঐক্যের সুর।নিয়মিত এ ধরণের আয়োজন চান বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।