
রেজাউল করিম, পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়টি টিনসিটের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকাল ৫টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহমেদ শফি ও আহমেদ নুরুর বাড়ির উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার হঠাৎ ছিঁড়ে ঘরের ওপর পড়লে শর্ট সার্কিট সৃষ্টি হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর পেট্রোল টিম ঘটনাস্থলে ছুটে যায়।এবং স্থানীয় জনতার সহায়তার ফলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত পানির ব্যবস্থা করা হলে প্রায় আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পাশের বাড়িগুলো রক্ষা পায়।
ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে একই পরিবারের ছয়টি টিনসিট ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।











