চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক সাইফুলকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ

 

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন সাইফুল ইসলাম সাইফ।

সাবেক ছাত্রনেতা সাইফুল জানিয়েছেন, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে ইসমাইল হোসেন নামে একজনকে তার অনুসারী দাবি করে একটি আঞ্চলিক দৈনিক ও একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে দাবি করা হয় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেন সাবেক ছাত্রনেত সাইফুল ইসলাম সাইফের অনুসারী৷ তবে সাইফুল ইসলাম সাইফ দাবি করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি আমার পরিচিত নন এবং অনুসারীও নন, বিষয়টি ইতিমধ্যে গণমাধ্যমকে জানানো হয়েছে৷ তাছাড়া খোঁজ নিয়ে জানা যায়, কোন অভিযোগ না থাকায় ওই ব্যক্তিকে পুলিশ ছেড়ে দিয়েছে৷

প্রতিবাদ বিবৃতিতে সাইফুল ইসলাম সাইফ বলেন , “চট্টগ্রামে বার্মা সাইফুলের সহযোগী মোঃ ইসমাঈল অ’স্ত্রসহ গ্রেফতার”-সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়৷ সেনাবাহিনীকর্তৃক গ্রেফতারকৃত ইসমাঈলের সাথে আমার পূর্ব কিংবা বর্তমান কোন পরিচয় ও সংযোগ নাই। সংবাদপত্রে উল্লেখিত সংবাদটি আমার শত্রুপক্ষীয় আমার সম্মান ক্ষুন্ন করার প্রয়াসে সংবাদ মাধ্যমকে মিথ্যা তথ্য প্রদানে প্রকাশ করেছে। আমি মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। গ্রেফতারকৃত মোঃ ইসমাঈলের কোন কর্মকাণ্ডের দ্বায়ভার কোনোভাবেই আমার না।

জানা যায়, ইসমাইল হোসেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং একজন আইনজীবীর দপ্তরে তিনি চাকরী করেন।