নিজস্ব প্রতিবেদক :
বিগত সরকারের সময় রমনা মডেল থানায় দায়ের করা একটি মিথ্যা মামলায় দুই বছর তিন মাসের দণ্ডপ্রাপ্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কামারুজ্জামান জুয়েলকে গতকাল আদালত জামিন নামঞ্জুরের পর কারাগারে প্রেরণ করেন। এ ঘটনার প্রতিবাদে সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দের ব্যানারে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহিন হায়াতের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে যুবদলের নেতাকর্মীরা ন্যায়বিচার এবং রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি নগরীর কাজির দেউড়ি মোড় হতে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এসে একটি সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সাখাওয়াত হোসেন শাহিন হায়াত বলেন, “কামারুজ্জামান জুয়েল শুধু আমাদের নেতা নন, তিনি বিগত ফ্যাসিস্ট শাসনের প্রতিবাদ ও সংগ্রামের জীবন্ত প্রতীক। দলের কঠিন সময়ে তার নিষ্ঠা ও ত্যাগ আমাদের যুবপ্রজন্মকে দিকনির্দেশনা দিয়েছে। সুতরাং, আমরা তার দ্রুত এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
তিনি আরও অভিযোগ করেন যে, বিগত সরকারের সময় পাইকারি দরে অসংখ্য মিথ্যা মামলার মাধ্যমে রাজনৈতিক বিরোধীদের হয়রানি করা হয় গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার স্বার্থে সরকারের উচিত দ্রুততার সহিত সে মামলাগুলো বাতিল করা।
মিছিলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, আহত জুলাই যোদ্ধা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারহান জামিল, নজরুল ইসলাম, নেওয়াজ খান, আইয়ুব, সদরঘাট থানা যুবদল নেতা ইকবাল হোসেন ফরিদ, ডাবলমুরিং থানা যুবদলের সাবেক যুগ্ন-আহবায় মাহমুদ ইদ্রিস, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম রাসুদ, ইউসুফ মজুমদার জুয়েল, ইপিজেড থানা যুবদল নেতা মোহাম্মদ অনিক, মোহাম্মদ আলী, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রিপন, মোহাম্মদ রুবেল, কোতোয়ালি থানা ছাত্রদল নেতা নাবিল, ডাবলমুরিং থানা ছাত্রদল নেতা এনামুল হক সজীব, পাহাড়তলী থানা ছাত্রনেতা হাছান, মাহামুদ সহ চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ, যুবদলের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।