চট্টগ্রামের মীরসরাই উপজেলার শিক্ষাবান্ধব ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’-এর ২০২৬ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাধারণ সভা ও নির্ধারিত গঠনতন্ত্র অনুসরণ করে সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবনির্বাচিত এই কমিটিতে শাহেদ নূরকে সভাপতি এবং রাশেদুল ইসলাম রাশেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল হাসান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আকিব, রাশেদুল ইসলাম ইভন ও পারভেজ হাসান। এতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন রিফাত ও জয় বড়ুয়া আদি।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাকিব হোসেন, ইকবাল হোসেন, ফয়সাল তৈয়মুর ও ফয়সাল মাহমুদ সানজিদ। অর্থ সম্পাদক পদে শাহ মুহাম্মদ মইন উদ্দিন এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে সাদেক হোসেন নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ইব্রাহিম বাদশা এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশান কুমার নিশু। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে কফিল উদ্দিন, কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পাদক প্রিয়ন্ত দাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মামুন রশিদ ফাহাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী তানজিম ইবনে মাইনুল, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক জোবায়ের বিন আমিন এবং কার্যকরী সদস্য হিসেবে মোঃ হাসান সাকিব দায়িত্ব পেয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার নুরুচ্ছালাম ভূইয়া ফোরকান এবং নির্বাচন কমিশনার মো. মামুনুর রশিদ মামুন ও মো. গোলাম রব্বানী। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য নুরুল ইসলাম ইরান।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দিন এবং ২০২৫ সেবাবর্ষের সভাপতি রহিম উদ্দিনসহ অন্যান্য পরিচালকবৃন্দ।
নব-নির্বাচিত সভাপতি শাহেদ নূর ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "প্রজন্ম মীরসরাইকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠনে রূপ দিতে আমরা নিষ্ঠার সাথে কাজ করব। তরুণ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করাই হবে আমাদের মূল লক্ষ্য।"
সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং সমাজ উন্নয়নে সংগঠনটি আরও গতিশীল ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন৷