চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর প্রার্থীতা বৈধ ঘোষণা হয়েছে। শনিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন শুনানী শেষে এই বৈধতা ঘোষণা করেন।
এসময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মাস্টার জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া আসলাম চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ মোরছালিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, আসলাম চৌধুরীর আইনজীবী এডভোকেট নাছিমা আক্তার ডলি, এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন রনি, এডভোকেট কে এম সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর আসলাম চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, “মহান রব এর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশা পূরণে আমার চেষ্টার কমতি থাকবে না ইনশাল্লাহ। এই থেকে নির্বাচন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এটাই প্রত্যাশা করি। নির্বাচনী আচরণবিধি মেনে নেতাকর্মীদেরকে প্রচার চালানোর আহবান করছি। জনদূর্ভোগ তৈরী হয় এমন কোনো কার্যক্রম না করার জন্যও সকলের প্রতি অনুরোধ রইল। পরে তাকে ঘিরে উচ্ছাস প্রকাশ করেন নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর জানান, আমাদের প্রার্থী আসলাম চৌধুরী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে দিয়ে আমরা আরও একটি লড়াই জয়ী হলাম। ইনশাল্লাহ আমরা ধানের শীষে বিজয় নিয়ে ঘরে ফিরব।